সিলেটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আহমদ (৩৬) মোগলাবাজার এলাকার ইনাত আলীপুর গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আলী আহমদ মোটরসাইকেলযোগে মোগলাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিলেটগামী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, বাসের চালককে গ্রেপ্তার করা যায়নি।’’
মন্তব্য করুন