ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকেএ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম অনুফা বেগম(২১)। নিহত অন্যজন পুরুষ। তার বয়স আনুমানিক ২২ বছর। তারা জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা।
আরও পড়ুনত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানায়, কিশোরগঞ্জের তাড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ত্রিশাল হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে উপজেলার বীররামপুর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার দুই যাত্রী। এসময় স্থানীয়রা আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছেন। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন