ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কোচিং না করায় ছাত্রীর উত্তরপত্রে ইচ্ছামতো বৃত্ত ভরাট করলেন শিক্ষক

বামনী উচ্চ বিদ্যালয়

নিউজ ডেস্ক:    নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলার বামনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথামতো কোচিং না করায় পরীক্ষার কক্ষে এক ছাত্রীর খাতা ছিনিয়ে নিয়ে ভুল উত্তর দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এসময় বাধা দেওয়ায় ওই পরীক্ষার্থীকে গালমন্দসহ হেনস্তা করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া ভুক্তভোগী পরীক্ষার্থী মোসাম্মৎ শানজিদা আফরিনের লিখিত অভিযোগে এসব তথ্য জানা গেছে। এরআগে দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, বামনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহ কামাল সবুজের প্ররোচনায় কক্ষ পরিদর্শক পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল করিম ওই ছাত্রীকে দেরিতে প্রশ্ন দেন এবং সময় ফুরানোর আগেই উত্তরপত্র ছিনিয়ে নেন। এসময় শাহ কামাল সবুজ ওই ছাত্রীর নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরপত্রে ইচ্ছামতো বৃত্ত ভরাট করে জমা দিয়ে দেন। এতে বাধা দেওয়ায় দুই শিক্ষক সবার সামনে তাকে হেনস্তা করেন।

ভুক্তভোগী ওই পরীক্ষার্থী বলেন, ‘আমি এবার বামনী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছি। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে বাধ্যতামূলক কোচিং করালেও আমি এতে ভর্তি হইনি। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের শিক্ষক শাহ কামাল সবুজ পরীক্ষার কক্ষে আমার সঙ্গে অসদাচরণ করেন। আমি যাতে ফেল করি, সেজন্য আমার খাতায় জোর করে ভুল উত্তর দিয়েছেন। আমি এর বিচার চাই।’

ওই ছাত্রীর বাবা নজরুল ইসলাম টিপু বলেন, ‘বিষয়টি জানার পর আমি কেন্দ্র সচিবের কাছে বিচার দিলেও কোনো প্রতিকার পাইনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দুই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। এ ধরনের ঘটনা যেন আর কারও সঙ্গে না হয়।’

আরও পড়ুন

তবে অভিযুক্ত শিক্ষক শাহ কামাল সবুজ অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। 

’এ বিষয়ে জানতে বামনী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আতিক উল্যাহকে বারবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। কেন্দ্র সচিবকে আসতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ বাড়ি থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় খুনের মামলা

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না

শিল্পী পরিচয় ভালোবাসি বলেই সংগীতে ডুবে আছি: কনা

কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

কর্মজীবী নারীর প্রতিদিনকার রুটিন যেমন হয়