ভিডিও সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

সিলভানা কাদেরের নেতৃত্বে জনপ্রিয় হয়ে উঠেছে প্রাভা

সংগৃহীত,সিলভানা কাদেরের নেতৃত্বে জনপ্রিয় হয়ে উঠেছে প্রাভা

নিজের আলোয় ডেস্ক ঃ দেশের স্বাস্থ্যখাতে পরিচিত এক উদ্যোগের নাম ‘প্রাভা হেলথ’। বিন্দু বিন্দু করে প্রাভা হেলথ গড়ে তুলেছেন সিলভানা কাদের সিনহা। তার নেতৃত্বে প্রতিষ্ঠান ও ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে প্রাভা। 

এই সাফল্য সম্পর্কে সিলভানা বলেন, ‘কাজের লক্ষ্য ও ফলাফলই আমার চালিকাশক্তি। আর মূল ভিত্তি হলো সহমর্মিতা ও সততা। যত বাধাই আসুক, আমি তা পেরিয়ে যাই দৃঢ়তার সঙ্গে, সত্যিকারের পরিবর্তনের সংকল্প নিয়ে। আমার এই যাত্রার মূল উদ্দেশ্য হলো- সীমা অতিক্রম করা, পুরনো ধারণা ভেঙে দেওয়া, অন্যের ক্ষমতায়ন এবং এমন এক ভবিষ্যতের সূচনা যেখানে প্রাধান্য পায় উদ্ভাবন ও অন্তর্ভুক্তি।’

দেশে স্বাস্থ্যখাতের অধিকাংশ প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় পদে রয়েছেন পুরুষ। এই খাতের প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব ১৫ শতাংশেরও কম বলে জানান সিলভানা। তিনি বলেন, ‘এমন এক পরিস্থিতিতে নারীরা যেসব বাধার মুখোমুখি হন, সেগুলো সামনে এনেছি, সেগুলো নিয়ে কথা বলছি।’ দেশে স্বাস্থ্যখাতে পরিবর্তন আনছে প্রাভা এবং এর নেতৃত্ব দিতে পারা গর্বের উল্লেখ করে সিলভানা বলেন, ‘স্বাস্থ্যসেবার সংজ্ঞা আমরা পাল্টে দিচ্ছি। এ কারণে আমাদের ওপর ভরসা রাখছেন প্রায় ১০ লাখ রোগী।’

প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা বলেন, ‘নেতৃত্ব দিতে প্রয়োজন দূরদৃষ্টি। ক্ষমতায়নের পেছনে থাকতে হবে যথাযথ উদ্দেশ্য এবং অন্যকে উদ্বুদ্ধ করতে হবে নিজের কর্মের মাধ্যমে। সত্যিকারের নেতৃত্ব মানুষের সুপ্ত সম্ভাবনা জাগিয়ে তোলে, বাধা পেরিয়ে পরিবর্তনের সূচনা করে।’

সিলভানা কাদের সিনহার পরিচালিত প্রাভা হেলথ অন্যতম হেলথকেয়ার পার্টনার ইউনিলিভারের। স্বাস্থ্যখাতে আধুনিক এক ভবিষ্যতের স্বপ্ন দেখেন সিলভানা। তিনি বলেন, ‘নারী নেতৃত্বের পথ ধরেই আরও নারী নেতৃত্বের জন্ম হবে। প্রাভার নেতৃত্ব দেওয়ার প্রায় পুরোটা আমাদের নির্বাহী পরিষদের অন্তত ৫০ শতাংশই ছিলেন নারী। আশা করি ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে পারব।’ সিলভানা আরও বলেন, ‘নারীরা শুধু পদ দখল করবেন না, বরং সক্রিয় নেতৃত্ব দেবেন, উদ্ভাবনে অংশ নেবেন এবং আমূল পাল্টে দেবেন স্বাস্থ্যখাতসহ অন্যান্য খাতের চেহারা।’

আরও পড়ুন

‘এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে নারীর হাতে থাকবে অর্থনৈতিক ক্ষমতা। পাশাপাশি থাকবে উদীয়মান নারী নেতৃত্ব ক্ষমতায়নের যথাযথ সুযোগ, ব্যবসার পুঁজি হবে সহজলভ্য, ফলাফল হিসেবে উন্নতি হবে দীর্ঘমেয়াদী ও টেকসই’- বলেন সিলভানা কাদের সিনহা। 

যেসব নারী নেতৃত্বের পর্যায়ে আসার স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশ্যে সিলভানার বলেন, ‘নিজের সুপ্ত ক্ষমতায় বিশ্বাস রাখো, নিজের কর্মক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠো, ভেঙে দাও বাধার দেয়াল, আর সুচনা করো উন্নতির। উদ্ভাবনের সময়ে পিছু হঠবে না, অন্যের মাঝে পরিবর্তনের সাহস এনে দাও। আর নিজহাতে গড়ো এক অসীম সম্ভাবনাময় ভবিষ্যৎ।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমির

এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে: নাহিদ

কৃষক-রিকশাচালকদের প্রতিনিধিরাও অংশনেন আনন্দ শোভাযাত্রায়

বিদেশিরাও নেচে-গেয়ে মেতেছিলেন আনন্দ শোভাযাত্রায়

ভিয়েতয়াতনাম দিয়ে শি জিনপিং এর সফর শুরু 

গাজায় গণহত্যার প্রতিবাদ রমনার বটমূলে নীরবতা পালন