ভিডিও সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

পিএসএলের প্রাইজমানি ঘোষণা করল পিসিবি

পিএসএলে ৮ কোটির প্রাইজমানি ঘোষণা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠছে আজ। ছয় দলের এই প্রতিযোগিতায় মোট ৩৪টি ম্যাচে মাঠ কাঁপাবে তারকারা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই প্রাইজমানি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার এবং রানার্স-আপ দল পাবে ২ লাখ ডলার। তবে টুর্নামেন্টসেরা, সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকসহ অন্যান্য ব্যক্তিগত পুরস্কার এবং স্থানভিত্তিক পুরস্কারের আর্থিক পরিমাণ এখনো জানানো হয়নি। শুধু এই দুই পুরস্কারই মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকার বেশি, যা বিপিএলের প্রাইজমানির তুলনায় অনেক বেশি।

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাইজমানি দিয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যদিও চলতি আইপিএলের প্রাইজমানির ঘোষণা এখনও আসেনি।

এবারের পিএসএলে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।

আরও পড়ুন

এবারের আসরে দলগুলোর নেতৃত্বে আছেন পরিচিত সব মুখ— পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম, ইসলামাবাদ ইউনাইটেডের শাদাব খান, মুলতান সুলতান্সের মোহাম্মদ রিজওয়ান এবং লাহোর কালান্দার্সের শাহীন শাহ আফ্রিদি। অন্যদিকে, করাচি কিংসের নেতৃত্বে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে থাকছেন সৌদ শাকিল।

শুরু থেকেই উত্তেজনা ছড়াতে চলেছে পিএসএল-এর এই দশম আসর, যেখানে জমজমাট লড়াইয়ের সঙ্গে প্রাইজমানি নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখ শুধু বাঙালির নয়, এটা বাংলাদেশের প্রাণের উৎসব-ফারুকী

গাজায় বর্বর ইসরায়েলি হামলা, ৬ ভাইসহ নিহত আরও ৩৭ ফিলিস্তিনি

পিএসএল অভিষেকেই যে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’ 

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান 

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২