নিরাপত্তার জন্য নতুন দেহরক্ষী নিয়োগ করলেন রোনালদো

আল নাসরের হয়ে মাঠের সময়টা দুর্দান্ত কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদিতে আসার পর থেকে মাঠের বাইরের সময়টাও ভালো কাটছিল তার। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজসহ নিজে বেশ কয়েকবার হুমকি পাওয়ায় নিরাপত্তা শঙ্কায় ভুগছেন পর্তুগিজ মহাতারকা। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাই নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন সিআরসেভেন।
৪০ বছর বয়সী রোনালদোর নতুন দেহরক্ষী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম 'নিউ স্ট্রেটস টাইমস'। সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, আগের নিরাপত্তা দলের সবাইকে বরখাস্ত করেছেন রোনালদো। নতুন নিরাপত্তা প্রধান হিসেবে ক্লদিও মিগুয়েল ভাজকে নিয়োগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানইউর সাবেক তারকা। আধাসামরিক প্রশিক্ষণ নেওয়া ভাজ পর্তুগালেরই নাগরিক।
এর আগে রোনালদোর জাতীয় দলের দুই সতীর্থ রাফায়েল লিয়াও এবং গেলসন মার্টিনেজের হয়ে কাজ করেছেন ক্লদিও মিগুয়েল ভাজ। দুই সতীর্থর পরামর্শেই ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো, এমনটাই জানা গেছে। হুমকি পাওয়ার বিষয়টি সৌদি আরবের স্থানীয় পুলিশকে অবগত করেছেন জর্জিনা-রোনালদো। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে রিয়াদে থাকেন তারা।
এদিকে কয়েকবার হুমকি পাওয়ায় পরিবারের নিরাপত্তার বিষয়টা চিন্তা করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও সন্তানদের ছবি শেয়ার করাও নাকি কমিয়ে দিয়েছেন জর্জিনা। প্রাথমিকভাবে অনেকে ধারণা করেছিলেন, ব্যক্তিগত কারণে হয়তো জর্জিনা সন্তানদের খুব বেশি সামনে আনতে চাইছেন না। মূলত হুমকি ও ভীতি প্রদর্শনমূলক বার্তাগুলো থেকে সন্তানদের রক্ষা করতেই নিরাপত্তার কৌশল হিসেবে এমনটি করেছেন জর্জিনা।
আরও পড়ুনস্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, পুরোনো নিরাপত্তাকর্মীদের বরখাস্ত এবং নতুন দেহরক্ষী নিয়োগ বিষয়টি রোনালদোর ঘনিষ্ঠ মহলের অনেকেই ভালোভাবে নিতে পারেননি। তারা মনে করেন, নতুন দেহরক্ষী ক্লদিও মিগুয়েল ভাজ আগের দেহরক্ষীদের তুলনায় আক্রমণাত্মক এবং সম্পূর্ণ আলাদা, যা রোনালদোর মনোভাব ও জীবনযাত্রার সঙ্গে যায় না।
আলোকচিত্রীরাও নতুন দেহরক্ষী ভাজের আচরণ ভালোভাবে নিতে পারছেন না। ‘ফ্যাশন উইক’–এ অংশ নিতে কদিন আগে প্যারিসে গিয়েছিলেন জর্জিনা। সেখানে জর্জিনা গাড়ি থেকে নামার পরপরই আলোকচিত্রীরা তার ছবি তুলতে চান। কিন্তু ভাজ জর্জিনার সামনে চলে এসে টর্চলাইট ব্যবহার করে তাঁদের ছবি তোলা থেকে বিরত রাখেন। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ভাজ সমালোচিত হচ্ছেন।
মন্তব্য করুন