ভিডিও সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক সংগ্রহে গিয়ে ২ জনের মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক সংগ্রহে গিয়ে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:  খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক সংগ্রহে গিয়ে পানিতে ডুবে পিয়াসী চাকমা (১৪) ও রিয়া চাকমা (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া পিয়াসী চাকমা নলছড়া গ্রামের বিদেশসে চাকমার মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রিয়া চাকমা একই গ্রামের রূপায়ন চাকমার মেয়ে। 


স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে ভাইবোনছড়া বাজারের কাছে চেঙ্গী নদীর বৈরাগীর মোর নামক স্থানে কয়েকজন শামুক সংগ্রহে যায়। এসময় রিয়া চাকমা নদীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে তাকে উদ্ধারে পিয়াসী চাকমা নদীতে ঝাপ দেয়। পরে দুইজনই নদীতে তলিয়ে যায়। একঘণ্টা পর তাদের লাশ উদ্ধার হয়।

আরও পড়ুন

ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাতু মনি চাকমা পিয়াসী চাকমাকে নিজ স্কুলের ছাত্রী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি মর্মান্তিক। দুইজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।”

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজন চাকমা বলেন, “বৈসাবি উৎসবের সময় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএল অভিষেকেই যে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’ 

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান 

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২

দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: শফিকুল আলম

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠান শুরু