ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

রংপুরের বাজারে কমেছে সবজি-মুরগির দাম

রংপুরের বাজারে কমেছে সবজি-মুরগির দাম

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে লাউ, বেগুন ও রসুনের দাম কিছুটা বেড়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে আলুর দাম। সেই সঙ্গে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দামও অপরিবর্তিত রয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৮-২০ টাকা কেজি, শিল আলু ৩০-৩৫ টাকা, ঝাউ আলু ৩০-৩৫ টাকা এবং বগুড়ার লাল পাগড়ি আলু ২২-২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা। দুই সপ্তাহ আগে খুচরা বাজারে ডিমের হালি ছিল ৩৬-৩৮ টাকা। বাজারে প্রতি কেজি টমেটো গত সপ্তাহের মতোই ১৫-২০ টাকা, গাজর ২০-২৫ টাকা থেকে বেড়ে ২৫-৩০ টাকা, ঝিঙ্গার দাম ৮০-৯০ টাকা থেকে কমে ৬৪-৭০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি ১০-১৫ টাকা পিস, চালকুমড়া (আকারভেদে) ৪০-৫০ টাকা, কাঁচা কলা ২৫-৩০ টাকা হালি, দুধকুষি ৫০-৬০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, সজনে ১৫০-১৬০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, চিকন বেগুন ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, গোল বেগুন আগের মতোই ৫০-৬০ টাকা, ঢ্যাঁড়শের দাম কমে ৫৫-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, শিমের দাম বেড়ে ৩০-৪০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, শসা ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০ টাকা, লাউ (আকারভেদে) ৩০-৪০ টাকা বেড়ে ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, লেবুর হালি ২৫-৩০ টাকা, ধনেপাতা ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, শুকনা মরিচ ৪০০-৪৫০ টাকা এবং সব ধরনের শাক ১০-২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, আদা ১০০-১২০ টাকা, রসুন ৮০-৯০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা, দেশি পেঁয়াজ আগের মতোই ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি গত সপ্তাহের দরেই ৫০০-৫৫০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংস। এটি বিক্রি হচ্ছে ৭২০-৭৫০ টাকা কেজি দরে। আর ছাগলের মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিটি বাজারের মুরগি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, ঈদের কারণে গত সপ্তাহে মুরগির দাম বাড়তি ছিল।

আরও পড়ুন

এখন চাহিদা কমে আসায় দাম কিছুটা কমতে শুরু করেছে। চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮- ৮০-৮৫ টাকা, জিরাশাইল ৭৩-৭৫ টাকা, মিনিকেট ৯০-৯৫ টাকা এবং নাজিরশাইল ৯৫-৯৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৭০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙ্গাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০টাকা, কাতল ৪০০-৪৫০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা