ভিডিও রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে পিএসএলে করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল লিটন দাসের। কিন্তু আজ সকালে জানা গেলো ইনজুরিতে মাঠে নামার আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশি তারকার। অনুশীলন সেশনে আঙুলে চোট পাওয়ায় আজই দেশে ফিরছেন তিনি। 

লিটন তার ইনজুরির কথা জানিয়েছেন অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা বোধহয় ভিন্ন কিছুই লিখে রেখেছে। অনুশীলন সেশনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যান রিপোর্টে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।’ পিএসএল মিশন শুরুর আগেই সেটা শেষ হওয়ায় হতাশা ঝরেছে লিটনের কণ্ঠে, ‘তাই অত্যন্ত দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি আজই বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সেরে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’

আরও পড়ুন

পিএসএলের জন্য বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিনজন। তাদের মধ্যে লিটনকে পুরো আসরের জন্যই এনওসি দিয়েছিল বিসিবি। রিশাদ হোসেন এরই মধ্যে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। আর পেসার নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশাওয়ার জালমিতে যোগ দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুতুবদিয়া চ্যানেল পাড়ি প্রতিযোগিতায় প্রথম সাইফুল ইসলাম রাসেল 

সাতক্ষীরায় তরমুজের বাম্পার ফলন ও দামে খুশি কৃষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলে নিতে রোপণ করলেন গাছের চারা

নাটোরের বড়াইগ্রামে ইসরায়েল বিরোধী মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়ের বাকবিতণ্ডার জেরে বড় ভাইকে হত্যা; পুলিশকে ডেকে আত্মসমর্পণ

দিনাজপুরের বোচাগঞ্জে ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস