নিউজ ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:২৮ বিকাল
নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গতকাল শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ডিমলা সদর ইউনিয়নের উত্তর কুমারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসনের পুত্র।
পরিবারের লোকজন বাড়িতে ব্যস্ত থাকায় শিশুটি উঠানের পুকুরে পাড়ে খেলার সময় পড়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুনমন্তব্য করুন