নোয়াখালীতে ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলেরচরি-মোহাম্মদপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম (১২) মধ্য মোহাম্মদপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। স্থানীয় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনস্থানীয়রা জানায়, গত কয়েকদিন থেকে কিছু অসাধু ব্যক্তি চাটখিলের বিভিন্ন ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে। তারা মোহাম্মদপুরের কুলশ্রী ও পরানপুর মাঠ থেকে আবাদি জমির মাটি কেটে ট্রাক্টরযোগে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করছে। শুক্রবার রাত ১০টার দিকে আশরাফুল তাঁর বাবার সঙ্গে স্থানীয় কেজি স্কুল মার্কেটে যায়। সেখান থেকে ফেরার পথে মাটিবাহী একটি ট্রাক্টর আশরাফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন