ভিডিও সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ফেনীতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

ফেনীতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের

ফেনীর ফুলগাজী উপজেলায় বাস দুর্ঘটনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল দশটায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আরও ৪ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতরা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

নিহত তাসিন উদ্দিন (১৫) ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। ফুলগাজী সদর ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। আহতরা হলেন পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন ও দাগনভুঞার বেলাল হোসেন। তারা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। আহতদের সবার বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল দশটার দিকে ফুলগাজী উপজেলার কলাবাগান নামকস্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাসিন উদ্দিন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে এতে অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বর্বর ইসরায়েলি হামলা, ৬ ভাইসহ নিহত আরও ৩৭ ফিলিস্তিনি

পিএসএল অভিষেকেই যে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’ 

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান 

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২

দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: শফিকুল আলম