প্রেমিকার ছুরিকাঘাতে আহত প্রেমিকের মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক: বরিশালে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি বাসায় প্রেমিকা শান্তার ছুরির আঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শনিবার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ওসি মিজান বলেন, “বুধবার রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর অভিযুক্ত প্রেমিকা শান্তাকে আটক করা হয়েছিল। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানালে অভিযুক্ত শান্তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছিলেন মাসুদ।”
নিহত মাসুদুর রহমান (৪৫) বরিশাল নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ঐ এলাকায় বেকারির ব্যবসা করতেন। অভিযুক্ত শান্তা নগরীর কলেজ এভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে।
আরও পড়ুনমাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে মাসুদ শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বুধবার বেকারির মালামাল আনার জন্য দুই লক্ষ টাকা নিয়ে রওনা হয় মাসুদ। তখন শান্তা ফোন করে মাসুদকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ঐ টাকা নেওয়ার জন্য জোরাজুরি করলে মাসুদ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে।
মাহফুজুর রহমান বলেন, “ঘটনার পর স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”
কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, “মাসুদের সঙ্গে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছিলেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।”
মন্তব্য করুন