১৭ বছর পর এলো শারমিন কেয়া’র লেখা-সুর করা প্রথম গান
_original_1744469725.jpg)
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন কেয়া’র বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। তারমধ্যে অন্যান্য গীতিকার সুরকারের গান থাকলেও নিজের লেখা ও সুর করা গানও আছে। তবে শারমিন কেয়া’র নিজের লেখা ও সুর করা প্রথম গানটি যেন প্রকাশই পাচ্ছিলো না।
আজ থেকে ১৭ বছর আগে অর্থাৎ ২০০৮ সালে লেখা ও সুর করা গান অবশেষে গত শুক্রবার ইউটিউবে প্রকাশ পেলো। শারিমন কেয়া’র নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শারমিন কেয়া’তেই তার নিজের লেখা ও সুর করা প্রথম গান ‘নিঃসঙ্গ পাহাড়ে’ গানটি প্রকাশ পেয়েছে। পূণ্যভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে গেলো বছর আগস্ট মাসে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়। গানটির মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন আমজাদ হোসেন।
গানটি প্রসঙ্গে শারমিন কেয়া বলেন,‘ যেহেতু এই গান আমার লেখা ও সুর করা প্রথম গান তাই এই গানটি আমার কাছে একটু বেশিই বিশেষ। গানটি লেখা শুরু করেছিলাম ২০০৮ সালে। এর মাঝে অনেক গুলো নতুন গান করা হলেও এই গানটি আর প্রকাশ করা হয়নি। এবার রোজার ঈদেই গানটি প্রকাশ করার ইচ্ছে ছিলো। গেলো বছর আগস্টে সিলেটের সাদা পাথরে ঘুরতে গিয়ে হঠাৎ গানটির ভিডিও ধারণ করা হয়। আমি সব সময়ই ব্যতিক্রম কিছু গান শ্রোতাদের উপহার দেয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এটি আমার আরেকটি সৃষ্টি। বেশ কিছু সময় বিরতির পর আরো কিছু নতুন গান খুব শিগগিরই সবাইকে উপহার দিতে পারবো ইনশাঅল্লাহ। আশা করছি আমার সবগুলো গানের মত এই গানটিও সকল শ্রোতার ভালোবাসায় জায়গা করে নেবে।’
আরও পড়ুনশারমিন কেয়া’র কন্ঠে সর্বশেষ প্রকাশিত শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘ছুঁইওনা’। গানটি লিখেছেন লুৎফর হাসান। সুর করেছেন এহসান রাহী। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। যদিও কেয়ার প্রকাশিত মৌলিক গানের সংখ্যা খুউব কম। কিন্তু তারপরও শ্রোতা দর্শকের কাছে তার প্রকাশিত গান, স্টেজ শো’তে তার গায়কীর উপস্থাপন এবং স্টেজ শো’তে গানে গানে তার পারফর্ম্যান্সের প্রতি শ্রোতা দর্শকের এক আলাদা আগ্রহও রয়েছে। মিষ্টি মুখশ্রীর মিষ্টি কন্ঠের এই সঙ্গীতশিল্পীর এমনিতে মঞ্চে গাইতে ভালোলাগে শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কবিতা কৃষ্ণমূর্তি ও সুনিধি চৌহানের গান। মঞ্চে বাংলা ও ইংরেজি গান গাইতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেন শারমিন কেয়া। গানে সঠিকভাবে তালিম নিয়েই গানের ভুবনে যাত্রা শুরু করেন কেয়া। তাঁর বাবা শাজাহান আলী খান ছিলেন পেট্রোবাংলার উপ-সহকারী প্রকৌশলী। বাবার চাকুরীর সুবাদেই সাভারে গৌরাঙ্গ গোস্বামীর কাছে গানে তালিম নেন তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়েন। কেয়ার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিলো ‘হাওয়া এসে’, ২০১১ সালে প্রকাশিত হয়। ২০২১ সালে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এস আই টুটুলের সঙ্গে দ্বৈত গান ‘এক বরষায়’। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। ২৩ আগস্ট জন্ম নেয়া কেয়া’র একমাত্র কন্যা শোয়ারা সারার চৌধুরী। তাকে ঘিরেই স্বপ্ন যতো কেয়ার। কেয়ার তিন ভাই বোন রিয়া, পিয়া ও মিথুনও তাকে গানে অনুপ্রেরণা দেন সবসময়।
মন্তব্য করুন