ভিডিও রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

রঙ্গন-এলো রাফাত নির্মিত নিলয়- হিমি’র ‘ছেলেটা পাগল পাগল’

রঙ্গন-এলো রাফাত নির্মিত নিলয়- হিমি’র ‘ছেলেটা পাগল পাগল’

অভি মঈনুদ্দীন ঃ গেলো ঈদে বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের অন্যতম আলোচিত ও দর্শকপ্রিয় জুটি নিলয়-হিমি অভিনীত মহিন খান পরিচালিত ‘একান্নবর্তী’ নাটকটি রয়েছে আলোচনার শীর্ষে। এই জুটির আরো কিছু নাটক এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়ে বেশ আলোচনায় চলে এসেছে। যারমধ্যে ইমরান হাওলাদারের ‘খাল কেটে কুমির’, মাহমুদ হাসান রানা’র ‘সামার ভ্যাকেশন’, সোহেল হাসানের ‘পাহারাদার’, মহিন খানের ‘অকর্মা’ নাটকগুলো উল্লেখযোগ্য।

তবে এই জনপ্রিয় জুটির সর্বশেষ প্রকাশিত দর্শকপ্রিয় নাটক হচ্ছে ‘ছেলেটা পাগল পাগল’। গুনী নাট্যনির্মাতা ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘ছেলেটা পাগল পাগল’ প্রযোজনা করেছেন মোঃ জামাল হোসেন। গত ১১ এপ্রিল ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’র ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে।

নাটকটির মূল বার্তা প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন,‘ একজন মানুষের চাহিদার কোনো শেষ নেই। কিন্তু আমরা যদি জীবনটাকে খুউব সাধারনভাবে দেখি, সুন্দরভাবে দেখি তাহলে আমাদের আশেপাশের মানুষগুলোও ঠিকঠাক মতো চলতে পারেন। মূলকথা হলো যখন চাহিদা কম থাকবে তখন সবকিছূই সুন্দর থাকবে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন,‘ রাফাত ভাইয়ের লেখা এই নাটকটির গল্পটা খুউব ভালো। রাফাত ভাই নির্মাতা হিসেবেও খুব ভালো। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি নাটকটির ভালো সাড়া পাবো।’ হিমি বলেন, ‘এবারের ঈদে আমার এবং নিলয় ভাইয়ের বেশকিছু ভালো ভালো গল্পের নাটক প্রচারিত হয়েছে. তারমধ্যে ছেলেটা পাগল পাগল নাটকের প্রতিও দর্শকের বেশ আগ্রহ বাড়ছে। ধন্যবাদ রাফাত ভাইকে ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য।’

আরও পড়ুন

নাটকটির প্রযোজক জামাল হোসেন বলেন,‘ নিলয় হিমি জুটি এই সময়ে নাটকের অন্যতম আলোচিত জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের ভীষণ ভালোলাগা রয়েছে। যে কারণেই ঈদে আমার ইউটিউব চ্যানেলে এই জুটির একটি নাটক প্রচারের সিদ্ধান্ত নেই। নির্মাতা হিসেবে ইমরাউল রাফাত নিঃসন্দেহে খুউব ভালো নির্মাতা। তার কাছে নাটকটির গল্পটাও আমার ভীষণ ভালোলেগে যায়। যে কারণে নাটকটি প্রযোজনায় আসি আমি। নাটকটির শুটিং চলাকালীন সময়েও আমি রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের একটি শুটিং হা¦উজে গিয়েছিলাম। বেশ ভালোভাবেই কাজ হচ্ছিলো যা দেখে আমার প্রত্যাশা ছিলো যে নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে। হচ্ছেও কিন্তু ঠিক তাই। নাটকটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে এবং নাটকটি ঘিরে আমরা বেশ পজিটিভি রিভিউ পাচ্ছি। ধন্যবাদ ইমরাউল রাফাত, নিলয়, হিমি’সহ এই নাটকের পুরো টিমকে।’

উল্লেখ্য, এবারের ঈদে নিলয় হিমি অভিনীত মহিন খান পরিচালিত ‘একান্নবর্তী’ নাটকটি ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটি এরইমধ্যে ৬৬ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটিতে নিলয় হিমি ছাড়া আরো অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, সাবেরী আলম, মনিরা মিঠু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুতুবদিয়া চ্যানেল পাড়ি প্রতিযোগিতায় প্রথম সাইফুল ইসলাম রাসেল 

সাতক্ষীরায় তরমুজের বাম্পার ফলন ও দামে খুশি কৃষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলে নিতে রোপণ করলেন গাছের চারা

নাটোরের বড়াইগ্রামে ইসরায়েল বিরোধী মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়ের বাকবিতণ্ডার জেরে বড় ভাইকে হত্যা; পুলিশকে ডেকে আত্মসমর্পণ

দিনাজপুরের বোচাগঞ্জে ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস