দিনাজপুরের বোচাগঞ্জে ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে গত ৮ মাস আগে প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এটি ভুল হয়েছে মর্মে তা ফেরত দিতে নির্দেশ দিয়েছে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
প্রাথমিক শিক্ষকে আধুনিক ও ডিজিটাল করতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনাজপুর বাফার কেন্দ্রে প্রজেক্টর ও অন্যান্য সামগ্রী আসে। সেই হিসেবে বোচাগঞ্জ উপজেলার ১২৫টি প্রাথমিক বিদ্যালয়কে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। সেই প্রজেক্টর দিয়ে চলছিল আধুনিক ও ডিজিটাল শিক্ষা কার্যক্রম।
হঠাৎ-ই দিনাজপুর জেলা শিক্ষা অফিস থেকে নির্দেশ আসে যে, বোচাগঞ্জ উপজেলায় যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছে তা ভুল করে দেয়া হয়েছিল। তাই দ্রুত সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফেরত দিতে বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে বোচাগঞ্জ উপজেলার ১২৫টি বিদ্যালয়ের প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী ৮ মাস ব্যবহার করে তা ফেরত দেয়া হয়েছে।
আরও পড়ুনউপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বক্কর সিদ্দিক বলেন, প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রীগুলো অন্য জেলার ছিল। ভুল করে দিনাজপুর বাফার আমাদের উপজেলায় পাঠিয়ে দিয়েছিল এবং আমরা তা বিতরণও করেছিলাম। বিতরণকৃত সব স্কুল হতে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী তুলে নিয়ে দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বাফার এ ফেরত দিব।
বোচাগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন মহন্ত বলেন, ভুলবশত প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছিল। যা এখন ফেরত দেয়া হচ্ছে।
মন্তব্য করুন