কুড়িগ্রামে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিলা বেগম (৫২)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামী বাড়ীতে না থাকায় নিজ ঘরে একাকী ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত ৩টার দিকে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ ঘরটির ওপরে পড়ে। এসময় বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মারা যান। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের ওপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
আরও পড়ুনফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’
মন্তব্য করুন