সৌদি’র ৮ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে লিভারপুলে যা নিচ্ছেন সালাহ

স্পোর্টস ডেস্ক : ক্লাব ছাড়ার সব শঙ্কা উড়িয়ে লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন মোহাম্মদ সালাহ। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকবেন মিশরীয় এই ফুটবলার। তবে সালাহর জন্য লিভারপুলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। বেশকিছু দিন ধরেই সৌদি ক্লাবগুলোর চোখ ছিল তার ওপর। তাকে কেনার জন্য রীতিমতো টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিল ক্লাবগুলো।
সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সৌদি আরবে গেলে সালাহ অন্তত ৮ হাজার কোটি টাকার মতো আয় করতে পারতেন। কিন্তু অবিশ্বাস্যভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন সালাহ এবং সিদ্ধান্ত নেন লিভারপুলে থেকে যাওয়ার। এখন নতুন করে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়নের মধ্য দিয়ে সালাহর বড় অঙ্কের দলবদলের সম্ভাবনাও একরকম শেষ হয়ে গেল। কারণ, লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি যখন শেষ হবে তখন তার বয়স হবে ৩৪। গোধূলিবেলায় উপস্থিত সালাহর জন্য কোনো ক্লাব হয়তো এত বড় অঙ্কের অর্থ খরচ আর রাজি হবে না। তবে সালাহ যে অর্থের বদলে ট্রফি এবং সাফল্যকে বেশি গুরুত্ব দিয়েছেন, তা অনেকটাই পরিষ্কার। চুক্তি নবায়নের সময়ই তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন ‘আমি আরও ট্রফি জিততে চাই।’ হয়তো সাফল্যের এই তাড়নাই সালাহকে শেষ পর্যন্ত লিভারপুলে রেখে দিয়েছে।
আরও পড়ুনসৌদি আরবের বদলে লিভারপুল থেকে গিয়ে যে সালাহ কম আয় করবেন, তা অবশ্য নয়। বিবিসি জানিয়েছে নতুন চুক্তি অনুযায়ী সালাহ আয় করবেন সপ্তাহে ৪ লাখ পাউন্ড বা ৬ কোটি ৩৫ লাখ টাকার মতো। এর আগে ক্লাবটি থেকে সালাহ পেতেন ৩ লাখ ৫০ হাজার ইউরো বা ৫ কোটি ৫০ লাখ টাকা।
মন্তব্য করুন