ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া ওষুধসহ আটক ২

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া ওষুধসহ আটক ২

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ওষুধসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় অভিযুক্তদের সহায়তার অভিযোগে এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে হাসপাতাল চত্ত্বর থেকে হাসপাতালের সরবরাহ করা ৫০টি স্লিপের নেয়া ১৪ প্রকারের ৯৬৫ পিস ট্যাবলেটসহ দু’জনকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদর উপজেলার পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে স্লিপ দেয়ার অভিযোগে হাসপাতালের (ইউনানী) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, গোপনে অভিযান চালানোর সময় হাসপাতাল চত্ত্বর থেকে সরকারি ওষুধসহ এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে। তাদের কাছে হাসপাতালের বিভিন্ন প্রকারের ৯৬৫ পিস ট্যাবলেটসহ ওষুধ নেয়ার ৫০টি স্লিপ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেয়া হবে।

আরও পড়ুন

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন জানান, জনবল সংকটের কারণে ওষুধ চুরির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সচেতন হওয়ার কথা জানান তিনি। হাসপাতালের কারো সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে চলবে শাকিবের ‘বরবাদ’

গাজায় ইসরায়েলের হামলা : নিহত ৪০

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন হামলা, নিহত অন্তত