ভিডিও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

সবচেয়ে মূল্যবান সুগন্ধি তৈরি হয় যে ফুল থেকে

সবচেয়ে মূল্যবান সুগন্ধি তৈরি হয় যে ফুল থেকে

মানুষ প্রাকৃতিকভাবেই সুগন্ধিপ্রিয়। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুগন্ধি পছন্দ করতেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের দুনিয়া থেকে আমার কাছে তিনটি জিনিস অধিক প্রিয়। নারী, সুগন্ধি, আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে।’ -সুনানে নাসায়ি: ৩৯৩৯

বিশ্বব্যাপী নানা রকম সুগন্ধির প্রচলন। সাধারণত কস্তুরী বা মৃগনাভি, আগর, ফুল ও ফলের নির্যাস থেকেই তৈরি হয় পৃথিবীর বিখ্যাত সব সুগন্ধি। তবে ‘তায়েফি রোজ’ থেকে তৈরি হয় সবচেয়ে মূল্যবান সুগন্ধি। ফুল থেকে তৈরি সুগন্ধিকে ‘জাহরা’ বলা হয়।

আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান ‘জাহরা’ তৈরি হয় সৌদি আরবের তায়েফে উৎপাদিত ‘তায়েফি রোজ’ নামে এক প্রকার গোলাপ ফুল থেকে। রুক্ষ্ম মরুর মধ্যে সবুজ বৃক্ষ ও নানা রকম ফুলে-ফলে শোভিত অঞ্চল হিসেবে তায়েফের আলাদা বৈশিষ্ট্য আছে। এখানেই বাণিজ্যিকভাবে বিশেষ ধরনের এই গোলাপের চাষ হয়। মোহনীয় সুবাসের জন্য তায়েফি রোজ বিশ্বজুড়ে সমাদৃত।

আরও পড়ুন

এ বছরও তায়েফি গোলাপের বাম্পার ফলন হয়েছে। চাষিরা মনে করছেন এ বছর ‘তায়েফি রোজ’-এর ফলন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি হবে। আল হুদা পাহাড়ের চূড়া, আশ শিফা, বিলাদে তুআইরিক, মুহাররম উপত্যকাসহ তায়েফের বেশ কয়েকটি এলাকায় চাষিরা নিজস্ব উদ্যোগে বাড়িতে এই সুগন্ধি তৈরি করে। তা ছাড়া এ অঞ্চলে সুগন্ধি তৈরির একাধিক কারখানাও গড়ে উঠেছে।

সুগন্ধি প্রস্তুতকারক আব্দুল আজিজ আত-তুআইরিকি জানান, তিনি নিজ বাগানে অন্তত ১৫ হাজার ‘তায়েফি রোজ’-এর চারা রোপণ করেছেন। কয়েক ধাপ প্রক্রিয়া শেষে বাছাইকৃত ফুল দিয়ে ‘জাহরা’ সুগন্ধি তৈরি হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্ষেত থেকে সাধারণ নিয়মেই ফুল তোলা হয়। তবে সূর্যাস্তের আগে ফুল তোলার সবচেয়ে উপযুক্ত সময়। কারণ তখন ফুল থেকে তার নিরেট নির্যাস আহরণ করা সুবিধাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষকসহ ৬ পরীক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত দুই

বগুড়ার গাবতলীতে অনিরাপদ শিশুখাদ্য প্রস্তুত করায় দুই লাখ টাকা জরিমানা

তরুণীকে নির্যাতন: আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে

বগুড়ায় আ’লীগ নেতা সফিক শোন এ্যারেস্ট, কোর্ট হাজতের বাথরুমে মারধরের অভিযোগ