ভিডিও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

খাবার শেষে দোয়া পড়ার অভাবনীয় লাভ

খাবার শেষে দোয়া পড়ার অভাবনীয় লাভ

প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণেও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। হজরত রাসুলুল্লাহ (ﷺ) কীভাবে খাবার খেতেন ও খাবার খাওয়ার ক্ষেত্রে তার সুন্নত কী- এসব আলোচিত হয়েছে হাদিসের কিতাবগুলোতে।

খাবার আল্লাহ তায়ালার নেয়ামত। এই নেয়ামত ভোগ করার পর দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। আর দয়াময় আল্লাহ তায়ালা চান, বান্দারা বিনয়ের সঙ্গে তার কাছে প্রার্থনা করুক। তিনি বান্দার প্রার্থনা কবুল করতে পছন্দ করেন। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ -সুরা গাফির: ৬০

মুমিনের দায়িত্ব হলো, আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি দোয়া করা। নবী কারিম (ﷺ) উম্মতকে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন দোয়া শিখিয়েছেন। এর মধ্যে এমন দোয়া রয়েছে, যা খাবারের পর পড়তে হয় এবং দোয়াটি পড়লে বান্দার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।

দোয়াটি হলো-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ

উচ্চারণ: ‘আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হা-জা ওয়া রাজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়্যাহ।’

অর্থ: ‘সব প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন- আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া।

হজরত সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রা.) থেকে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে, তার আগের সব অপরাধ ক্ষমা করা হয়। -জামে তিরমিজি: ৩৪৫৮

খাবার শেষে এই দোয়াও পড়া যেতে পারে-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ

আরও পড়ুন

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়াসাকানা, অজাআলানা মুসলিমিন।

অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন।

হাদিসে আছে হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (ﷺ) খাওয়া শেষে এই দোয়া পাঠ করতেন। -সুনানে আবু দাউদ: ৩৮৫০

মেহমান হিসেবে খানা শেষে মেজবানকে শুনিয়ে এই দোয়া পড়া সুন্নত। দোয়াটি হলো-

أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ، وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ

উচ্চারণ: আকালা ত্বয়ামাকুমুল আবরার, ওয়াসাল্লাত আলাইকুমুল মালায়িকা, ওয়া আফতারা ইনদাকুমুস সায়িমুন।

অর্থ: আল্লাহ করুন যেন (এমনভাবে) নেককার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরেশ্‌তারা যেন তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনার দোয়া করে এবং রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে।

হাদিসে আছে, হজরত আনাস ইবনে মালেক (রা.)-এর সূত্রে বর্ণিত। একদা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি সাদ ইবনে উবাদা (রা.)-এর বাড়িতে গেলেন। হজরত সাদ (রা.) রুটি ও জায়তুন তৈল আনলেন। তা খাওয়ার পর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের নিকট রোজাদারগণ ইফতার করেছে, সৎ লোকেরা তোমাদের খাদ্য খেয়েছে এবং ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করেছেন।’

আল্লাহ তায়ালা সবাইকে এসব দোয়া নিয়মিত পড়ার তওফিক দান করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষকসহ ৬ পরীক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত দুই

বগুড়ার গাবতলীতে অনিরাপদ শিশুখাদ্য প্রস্তুত করায় দুই লাখ টাকা জরিমানা

তরুণীকে নির্যাতন: আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে

বগুড়ায় আ’লীগ নেতা সফিক শোন এ্যারেস্ট, কোর্ট হাজতের বাথরুমে মারধরের অভিযোগ