রংপুরে ইলিশের বাজারে বৈশাখী ঝড়

পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ খেয়ে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ। একটা সময় সপ্তাহ খানেক আগে থেকেই মাছ কেনার ধুম পড়তো ইলিশের বাজারে। তবে গতবছরের মত এবারও আকারভেদে ইলিশ দাম বাড়তি থাকায় ক্রেতা কম ইলিশের বাজারে। পুরো বাজার জুরে যেন বৈশাখী ঝড় উঠেছে ইলিশের বাজারে।
রংপুর মহানগরীর সিটি বাজার, টার্মিনাল ঘুরে দেখা গেছে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের বাজারে আগুন দাম। কেউ সখের বসে সাধ্যমত কিনছেন আবার কেউ ঘুরে গিয়ে ইলিশ ছাড়াই বৈশাখ পালন করবেন ভাবছেন।
রংপুর সিটি বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা আহসানুল ইসলাম বলেন, বরাবরের মতোই ইলিশের দাম বেশি তবে পহেলা বৈশাখ উপলক্ষে হাত দেয়া যাচ্ছে না। ৬৫০টাকার ছোট ইলিশ ৮৫০-৯০০ টাকা। যেই ইলিশ প্রায় ১৬০০ টাকা ছিল সেটা এখন ১৮০০-২২০০ টাকা। আমাদের ক্রয়ক্ষমতার বাহিরে। উপায় নাই ৭০০ টাকা দিয়ে ছোট একটা কিনলাম নাম মাত্র ইলিশের ঘ্রান নিবো বলে৷
আরও পড়ুনদাম নাগালের বাহিরে, সন্তানদের সান্তনা দিতে ঘ্রানমাত্র ছোট ইলিশ কিনতে বাজারে অভিভাবকরা। ইলিশ কিনতে আসা দুই অভিভাবক গিয়াস উদ্দিন ও রাজ্জাক আলী বলেন, পহেলা বৈশাখে বাচ্চাদের সখ পান্তা ইলিশ খাবে। তাদের আবদার পূরণ করতে বাজারে আসছি কিন্তু ২০০০ টাকা দিয়া সম্ভব না বড় ইলিশ নেয়া। তাই ছোট ইলিশ নিলাম ৮০০ টাকা লাগলো কোনমতে বাচ্চাদের বুজ দেয়া। আমরা বাবারা সন্তানদের হাসি ফুটাতে বাজারে বড়ই অসহায়।
বাঙালির ঐতিহ্যে বৈশাখকে বরণ করে নিতে পান্তা ইলিশ অবিচ্ছেদ্য অংশ। লাল সাদা পোশাকে গামছা কাঁধে নিয়ে মাটির সানকিতে করে পান্তা ইলিশ ও বিভিন্ন ভর্তার স্বাদে বর্ণাঢ্যে আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরন কর বৈশাখকে। তবে ইলিশের দাম চড়া থাকায় হাত সরিয়ে নিচ্ছেন ক্রেতারা।
মন্তব্য করুন