ভিডিও বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

গানে গানে নববর্ষ’কে বরণ করে নেবেন তারা

গানে গানে নববর্ষ’কে বরণ করে নেবেন তারা

অভি মঈনুদ্দীন ঃ আজ ১৪৩২ বাংলার প্রথম দিন অর্থাৎ আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষে সারা দেশ আজ আনন্দ উৎসবে মেতে উঠবে। সেইসাথে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শিল্পীরাও আজ ঢাকা ও ঢাকার বাইওে বিভিন্ন স্টেজ শো ও টিভি শো’তে গানে গানে বাংলা নববর্ষকে বরণ করে নিবেন।

দেশের সঙ্গীতাঙ্গনের বিভিন্ন গায়ক গায়িকাদের মধ্যে যারা আজকের দিনটিতে স্টেজ শো ও টিভি শো’তে ব্যস্ত সময় পার করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মনির খান, দিঠি আনোয়ার, সোহেল মেহেদী, কণা, কোনাল, সাব্বির, রাজীব, লুইপা, ঝিলিক, জুঁই ও মৌমিতা বড়ুয়া। তারা সবাই আজ পহেলা বৈশাখের দিন বেশ ব্যস্ত সময় কাটাবেন।

মনির খান বলেন,‘ সবাইকে বাংলা নববর্ষেও শুভেচ্ছা। আমি এই মুহুর্তে ঝিনাইদহতে আমার গ্রামের বাড়িতে আছি। আমার মা একটু অসুস্থ বিধায় তাকে দেখতে এসেছি। তবে পহেলা বৈশাখের দিন আমি ঢাকায় থাকবো। সেদিন রাতে রাজধানীর তিনশত ফুট সংলগ্ন কাঞ্চন ব্রিজের কাছে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবো।’

দিঠি আনোয়র সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,‘ আজ রাজধানীর শাহবাগস্থ ঢাকা ক্লাবে একটি অনুষ্ঠানে দুপুরে আমি সঙ্গীত পরিবেশন করবো। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, গানে গানে বর্ষবরণ করবো আমরা।’

সোহেল মেহেদী বলেন,‘ এবারের পহেলা বৈশাখ কাটবে আমার ঈশ্বরদীতে। ঈশ্বরদী মানিকনগর হাই স্কুলে আমি দুপুরে গান গাইবো। এবার আমি একাই এই আয়োজনে আছি। ঈশ্বরদী’বাসী’সহ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

কনা বলেন,‘ বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এবারের ঈদটা কন্যা গানের আলোচনার মধ্যদিয়ে দারুণ কাটলো আমার। আশা করছি বাংলা নতুন বছরটাও ভালোভাবে শুরু হচ্ছে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আজ সকালে আমি সঙ্গীত পরিবেশন করবো।’

কোনাল বলেন,‘ এবারের ঈদ বরবাদ সিনেমার মায়াবী গানের মুগ্ধতায় কাটলো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ আমি সন্ধ্যায় কেরানীগঞ্জে একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবো।’

আরও পড়ুন

রাজীব জানান তিনি গতকাল কুমিল্লাতে একটি শোতে পারফর্ম করেছেন।

রাজীব বলেন,‘ আজ সকালে এনটিভিতে বৈশাখের শোতে গান গাইবো। এছাড়া আর কোনো স্টেজ শো নেই আজ।’ সাব্বির জামান বলেন,‘ নববর্ষের প্রথমদিনে আমি দুপুরে ধামরাইতে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানাবো।’

লুইপা বলেন,‘ দুপুরে এনটিভি এবং রাতে রাজধানীরই একটি অভিজাত এলাকায় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে আমার বাংলা বর্ষবরণ শুরু।’

ঝিলিক বলেন,‘ এনটিভিতে সকাল ১০টায় সরাসরি গানের অনুষ্ঠানে অংশগ্রহন করবো। এরপর দুপুর একটায় বোট ক্লাবের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবো। সবাইকে শুভ নববর্ষ।’

ইসরাত জাহান জুঁই জানান, রাজধানীর গুলশানে অবস্থিত অল কমিউনিটি ক্লাবের দ্বিতীয় পর্বের আয়োজনে রাত আটটা থেকে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ করা হবে। আমার সঙ্গে আরো কয়েকজন শিল্পী গান গাইবেন।’

এই প্রজন্মের গায়িকা মৌমিতা বড়ুয়া বলেন,‘ বাংলাদেশ এয়ারফোর্সে বিকেলে বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবো আমি। আমার সঙ্গে আরো গাইবেন ফকির শাহাবুদ্দিন ভাই ও ম্যাক আপেল। গানে গানে আমরা নতুন বাংলা বছরকে বরণ করে নেবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সঙ্গে বেড়াতে গিয়ে রিসোর্টে লেকে ডুবে ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোদিন মোল্লা নিহতের ঘটনায় মামলা দায়ের

রংপুরের কাউনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি

ওয়ালটনের পণ্য কিনে ক্যাশ ভাউচার বুঝে পেলেন বিজয়ীরা

তিন দেশ থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

ঝড়ে বিধ্বস্ত ভূমিহীনের ঘর খোলা আকাশের নিচে বাস