ভিডিও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ইহুদিরা টুপির মতো মাথায় যা পরে

ইহুদিরা টুপির মতো মাথায় যা পরে

ইসলাম ধর্মের অনুসারি মুসলিমরা মাথায় টুপি পরে। ইবাদতের সবক্ষেত্রেই ধর্মপ্রাণ মুসলমান টুপি পরে। ইসলামে টুপি পরা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সুন্নত। কিন্তু ইহুদিরা টুপির মতো মাথার তালুতে পরে ‘কিপ্পা।’ কিন্তু তাদের ধর্ম মতে কিপ্পা পরায় রয়েছে বিশেষ কারণ। কিপ্পা পরার সে কারণই বা কী?

কিপ্পা কী

ইহুদি ধর্মানুসারীরা টুপি পরিধান করে থাকেন। তাদের মাথার তালুতে পরার এ কিপ্পা, মাথার তুলনায় অনেক ছোট। আর তা মাথার ঠিক ওপরে পেছনের দিকে পরা হয়। আর তা চুলের সঙ্গে ক্লিপ দিয়ে আটকিয়ে রাখতে হয়। যাতে কোনো রকম মাথার তালুর পেছনের অংশ ঢেকে থাকে।

কিপ্পা পরার কারণ

কিপ্পা পরার পেছনে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদে এক বিশেষ কারণ উল্লেখ করা হয়েছে। তাহলো, ‘তুমি তোমার মাথা ঢেকে রাখো, যেন আসমানের কোনো ক্রোধ ও গজব তোমার ওপর পতিত না হয়।’

ধর্মীয় প্রার্থনার সময় কিপ্পা পরা তাদের ধর্মের আবশ্যকীয় নিয়ম। তবে অন্যান্য সময় এটা পরায় তাদের কোনো বাধ্যবাধকতা নেই।

কিপ্পার রঙ ও শ্রেণি বিভেদ

তবে ইহুদিদের সবাই এক রঙের কিপ্পা পরতে পারে না। শ্রেণি বিশেষের মর্যাদার সঙ্গে মিল রেখেই নির্ধারিত রঙের কিপ্পা পরতে হয়। মান-মর্যাদা, মতবাদ ও স্তরের তারতম্য বিবেচনায় ব্যবহৃত হয় কিপ্পা।

আরও পড়ুন

সাদা কিপ্পা

রক্ষণশীল ও সংস্কারক মর্যাদা ও স্তরের ইহুদিরা সাদা রঙের কিপ্পা পরে।

কালো কিপ্পা

কট্টর ইহুদি ধর্মাবলম্বীরাই কালো রঙের কিপ্পা পরে। তবে যারা বিশেষভাবে ইহুদি ধর্ম নিয়ে পড়াশোনা কিংবা গবেষণা করে, তারও কালো রঙের কিপ্পা পরে।

অন্যান্য সব সাধারণ ইহুদিরা সাদা ও কালো রঙ ব্যতিত যে কোনো রঙের কিপ্পা পরতে পারে।

ইহুদিরা আল্লাহর ক্রোধ ও গজব পতিত হওয়ার এ ধর্ম বিশ্বাসে বিশ্বাসী। আর এর কারণেই ইহুদি জাতি তাদের নিজেদের মাথায় কিপ্পা পরে। যাতে তাদের কর্মকাণ্ডের ফলে আসমানি গজব তাদের মাথায় না পড়ে।

উল্লেখ্য যে, যদিও মুসলমানদের অনেকে শুধু নামাজের সময় টুপি পরে। কিন্তু ইসলামে সব সময় টুপি পরার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। যা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম সুন্নত। শুধু ঘুম ও গোসলের সময় ছাড়া সব সময় মাথায় টুপি পরা সুন্নত। অনেকে আবার টুপি মাথায় থাকা অবস্থায়ও ঘুমিয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষকসহ ৬ পরীক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত দুই

বগুড়ার গাবতলীতে অনিরাপদ শিশুখাদ্য প্রস্তুত করায় দুই লাখ টাকা জরিমানা

তরুণীকে নির্যাতন: আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে

বগুড়ায় আ’লীগ নেতা সফিক শোন এ্যারেস্ট, কোর্ট হাজতের বাথরুমে মারধরের অভিযোগ