বগুড়ার গাবতলীতে পরকীয়া কান্ড জনতার হাতে নারী-পুরুষ আটক, ১২ লাখ টাকা কাবিনে বিয়ে

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে পরকীয়ার ঘটনায় দুই সন্তানের জনক-জননী আটক হওয়ার পর ১২ লাখ টাকা কাবিনে বিয়ে পড়িয়ে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামে দুই সন্তানের জননীর সাথে একই ইউনিয়নের তল্লাতলা গ্রামের দুই সন্তানের জনক পিন্টু পরকীয়া প্রেম করতে গিয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধরা পড়েন। পরকীয়া প্রেমিকার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার বাড়িতে যান পিন্টু। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে প্রেমিক মিন্টু ও দুই সন্তানের জননী প্রেমিকাকে এক ঘরের ভিতর আটক করে রাখেন।
আজ রোববার (১৩ এপ্রিল) সকালে এলাকার উৎসুক জনতা খবর পেয়ে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে ভিড় জমান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এক বৈঠকে ওই গৃহবধূর আগের স্বামীকে তালাক করে পরকীয়া প্রেমিকা পিন্টুর সাথে ১২লাখ টাকা কাবিনে রেজিস্ট্রি করে তাদেরকে বিয়ে পড়িয়ে দেন।
আরও পড়ুনপিন্টু বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা মাদ্রাসার সভাপতি এবং একই ইউনিয়নের তরণীহাট অগ্রণী ব্যাংক শাখায় পিয়ন পদে কর্মরত। বালিয়াদিঘী ইউনিয়নের কাজী শরিফ উদ্দিন বিয়ের বিষয়ে সত্যতা স্বাীকার করেছেন। বাগবাড়ী ফাঁড়ি ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনা লোকমুখে শুনেছি তাদের বিয়েও হয়ে গেছে। তবে কোন অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন