ভিডিও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

হজের অনুমতি ছাড়া কাউকে থাকতে দিলেই শাস্তি

হজের অনুমতি ছাড়া কাউকে থাকতে দিলেই শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক : এবার পবিত্র হজ মৌসুমে হজের অনুমতি ছাড়া অথবা অধিবাসীদের মক্কায় প্রবেশের অনুমতি ছাড়া কাউকেই পবিত্র মক্কা শহরে আতিথেয়তা দেওয়া যাবে না।

এ নির্দেশ ২৯ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। এর অর্থ মক্কা নগরীতে কোনো হোটেলে বা কোনো বাসাবাড়িতে কাউকে অবস্থানের ক্ষেত্রে এই নির্দেশ জারি করা হয়েছে। যাদের হজের অনুমতি নেই অথবা অধিবাসী হিসেবে মক্কায় প্রবেশের অনুমতি নেই, তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না।

মক্কার সব সেবাদানকারী প্রতিষ্ঠানে এরই মধ্যে আর্জেন্ট সার্কুলার পাঠিয়েছে সৌদি আরবের পর্যটন বিষয়ক মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ২৯ এপ্রিল থেকে এই নির্দেশ মানতে হবে সবাইকে। এ খবর দিয়েছে অনলাইন গাল্‌ফ নিউজ। ওকাজ পত্রিকাকে উদ্ধৃত করে এতে বলা হয়, হজযাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে এটা করা হয়েছে।

বৈধ পারমিট ছাড়া প্রবাসীদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। অবশ্য জরুরি প্রয়োজনে মুকিম পোর্টালের মাধ্যমে নিবন্ধন করে পারমিটের জন্য আবেদন করা যাবে। কারণ যৌক্তিক হলে, দ্রুত অনুমতি মিলবে।

আরও পড়ুন

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে উমরা পারমিট প্রদান সৌদি নাগরিক, জিসিসি নাগরিক, সৌদি আরবে প্রবাসী এবং অন্যান্য ভিসাধারীদের জন্য ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে স্থগিত থাকবে ১০ জুন পর্যন্ত। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই সার্কুলার বা এর বিধি মানতে ব্যর্থ হবেন তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

পর্যটন বিষয়ক আইন এবং এর নির্বাহী বিভিন্ন বিধির অধীনে এই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পবিত্র উমরা করার জন্য শেষদিন হিসেবে ২৯ এপ্রিলকে বেঁধে দিয়েছে সৌদি আরব। এরপরই নিজ নিজ দেশের উদ্দেশ্যে মক্কা ছাড়তে বলা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফরাসি কূটনীতিককে বহিষ্কার করেছে আলজেরিয়া

আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি গ্রেপ্তার

আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষকসহ ৬ পরীক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত দুই

বগুড়ার গাবতলীতে অনিরাপদ শিশুখাদ্য প্রস্তুত করায় দুই লাখ টাকা জরিমানা