রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠান শুরু

রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। রীতি অনুযায়ী সূর্যোদয়ের পর থেকেই গণনা শুরু হয় নতুন বাংলা দিনের।
আজ সোমবার (১৪ এপ্রিল) ভোরে সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শুরু হয়। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।রমনায় এবারের বর্ষবরণের অনুষ্ঠানে এবার মোট ২৪টি গান পরিবেশন করা হবে। এগুলোর মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ থাকবে।
নববর্ষের কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। অনুষ্ঠানের সমাপনী ঘটবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।এবারের আয়োজনে পুরুষ শিল্পীদের পোশাক মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি।
আরও পড়ুনউল্লেখ্য, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার এই বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
মন্তব্য করুন