ভিডিও মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ভিয়েতয়াতনাম দিয়ে শি জিনপিং এর সফর শুরু 

ভিয়েতয়াতনাম দিয়ে শি জিনপিং এর সফর শুরু,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার তিন দেশে সফর শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাঁচ দিনের এই সফরের শুরুতে সোমবার (১৪ এপ্রিল) সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামে দুই দিনের সফরে চীনা প্রেসিডেন্ট ভিয়েতনামের প্রেসিডেন্ট লুওং কুওং, দেশটির প্রধানমন্ত্রীসহ অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।
 
ভিয়েতনাম সফরের আগে দেশটির নান ড্যান সংবাদপত্রে লেখা এক নিবন্ধে শি বলেন, ‘ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অর্থনীতিতে এগিয়ে নেয়ার জন্য দেশগুলোকে একসাথে কাজ করা উচিত। তিনি বলেন, বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। সুরক্ষাবাদ কোনো সমাধান হতে পারে না।
 
নিবন্ধে চীনা প্রেসিডেন্ট আরও বলেন, ‘বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দৃঢ়ভাবে রক্ষা করা, বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন।’
 
ভিয়েতনাম সফর শেষে জিনপিং মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাবেন।
 
গত প্রায় দুই সপ্তাহ ধরে একে অপরের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ চীন থেকে আমদানি করা পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে কয়েক দফায় বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীন।
 
এ পরিস্থিতিতে চীনা প্রেসিডেন্টের প্রতিবেশী তিন দেশে সফরকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার এই তিন দেশের সঙ্গে চীনের বিশাল বাণিজ্য সম্পর্ক রয়েছে। এ সফরে প্রতিবেশী দেশগুলোকে নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে নিজেদের তুলে ধরতে চান চীনা প্রেসিডেন্ট। শি ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই তিন দেশ সফর করছেন। সর্বশেষ ৯ বছর আগে তিনি কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বগুড়ার শেরপুরের বিশালপুর ইউপি চেয়ারম্যান জাকির গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

‘উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড’

সড়ক দুর্ঘটনায় বৃন্দাবনপাড়া নিরাপদ সমাজ উন্নয়নের সদস্য জুয়েলের মৃত্যু

নতুন প্রজন্মের জন্য আলিয়ার সুখবর