বর্ণিল আয়োজনে বগুড়ায় বাংলা নববর্ষ উদযাপন

আনন্দ শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বগুড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক বটতলা চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, জেলা প্রাণি সম্পাদক কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গ নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এদিন বেলা ১২টার দিকে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করে জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠন। শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে অংশ নেয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, কৃষকদল আহবায়ক এনামুল হক সুমন, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
আরও পড়ুনএদিকে আনন্দ শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, ঢাক-ঢোলের তালে তালে নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম তুলে ধরা হয়। প্রত্যেকের হাতে, ভ্যানে, মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের নানা প্রাণির প্রতিকৃতি যেমন হাতি, ঘোড়া, মাছ, পালকি, ময়ূর, পেঁচা, সিংহ, বাঘ, একতারা, পাখা, মই ছিল চোখে পড়ার মত। এছাড়া ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, লাঙ্গল-জোয়াল কাঁধে অংশ নেন অনেকে।
পহেলা বৈশাখ উপলক্ষে জাসাস সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে শহরের পৌর পার্কে সংগঠনের জেলা শাখার উদ্যোগে সাতদিন ব্যাপি বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। শহরের সাতমাথায় দিন বদলের মঞ্চ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তি তৌফিকুল আলম টিপু। নববর্ষ উপলক্ষে শহরে আনন্দঘন পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে দেশের গান ও নৃত্য।
মন্তব্য করুন