ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

জাতীয় সনদ তৈরির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে হবে : আলী রিয়াজ

জাতীয় সনদ তৈরির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে হবে : আলী রিয়াজ, ছবি: সংগৃহীত।

রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সংলাপের শুরুতে আলী রিয়াজ বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সমস্ত জায়গায় সবাই একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে। জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, সেই দিকে অগ্রসর হতে পারব।’

তিনি আরও জানান, ‘কমিশনের মেয়াদ জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত হওয়ায় তার আগেই প্রাথমিক আলোচনা শেষ করে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সকলেই একপক্ষ। চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য এক, যদিও পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে দূর করা গেছে, সেই ঐক্যের জায়গায় যেন আবার পৌঁছাতে পারি।’

আরও পড়ুন

এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারের বেশিরভাগ বিষয়েই তার দল একমত। তিনি বলেন, ‘সংস্কারগুলো বাস্তবায়ন হলে তা জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে।’ আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যাতে বাংলাদেশে দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করাই বড় সংস্কার।’ ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম’র আট সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়।

সংলাপে অংশগ্রহণ করেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সংলাপের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানার পর প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে, যা একটি জাতীয় সনদের ভিত্তি তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে দেড়শতাধিক চাল কুমড়োর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার সোনাতলা আউচারপাড়া উচ্চ বিদ্যালয়ে ২৪ বছরেও নির্মিত হয়নি একাডেমিক ভবন

মাঠে কৃষক বাবাকে পলিথিন দিতে গিয়ে বজ্রাঘাতে মেয়ের মৃত্যু