ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বিকেলে আসছে জিম্বাবুয়ে দল

বিকেলে আসছে জিম্বাবুয়ে দল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেলে ঢাকায় পৌঁছে পরদিন সিলেটে যাবে ১৫ সদস্যের দলটি। 

বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটির। ঢাকা থেকে পরদিন সিলেটে যাবে অতিথিরা। লাক্কাতুরায় ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।

এদিকে, এই সিরিজ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। নেটে নাহিদ-হাসানরা বেশ ঝামেলায় ফেলছেন শান্ত-সাদমানদের। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুইয়ান ব্যাটিং লাইনআপকেও স্যুইং-বাউন্সে ধসিয়ে দিতে চাইবেন ইনফর্ম দুই পেসার। গেলো কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ইতিবাচক দিক ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের উন্নতি। আর সবচেয়ে দুশ্চিন্তার টপ অর্ডার ব্যাটিং।

আরও পড়ুন

টি-টোয়েন্টির যুগে এক্সাইটিং ক্রিকেট দেখতে চান সবাই। কিন্তু, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ যেনো ঘুম পাড়ানি। এক দলের আগুনে বোলিংয়ের বিপক্ষে আরেক দলের ক্লাসিক ব্যাটিং কিংবা চোখ ধাঁধানো ফিল্ডিং-তেমন কিছুই দেখা যায়না, থাকে না রোমাঞ্চের ছিটেফোঁটাও। সেজন্যই তো এবারের দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে যেনো আগ্রহ নেই কারও। এখন পর্যন্ত সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি কেউ। আদৌ সিলেট ও চট্টগ্রাম টেস্ট টেলিভিশনের পর্দায় দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে নিজেদের হারিয়ে খোঁজা জিম্বাবুয়ে দলের ওসব নিয়ে ভাবা মানায় না। র‌্যাঙ্কিংয়ে কয়েক ধাপ ওপরে থাকা বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় সেরা খেলাটাই। পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল