ভিডিও বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ইব্রাহিমের ‘নাদানিয়া’ নিয়ে যা বললেন দাদি শর্মিলা ঠাকুর

ইব্রাহিমের ‘নাদানিয়া’ নিয়ে যা বললেন দাদি শর্মিলা ঠাকুর,ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ইব্রাহিম ও খুশি কাপুর অভিনীত ‘নাদানিয়া’ ছবিটি। এই ছবির হাত ধরেই রূপালি পর্দায় অভিষেক হয় সাইফপুত্র ইব্রাহিমের। ছবি মুক্তির পরই সমালোচক নেটিজেনদের কটাক্ষের কারণে ভেঙে পড়েছেন ইব্রাহিম। 

অভিনেতাকে ‘নেপো কিড’ বলে ব্যঙ্গ করেছেন অনেকেই। এদিকে এবার ইব্রাহিমের দাদি বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বিরক্তি প্রকাশ করলেন ইব্রাহিমের প্রথম ছবি নিয়ে। ‘নাদানিয়া’ নিয়ে প্রশ্ন করা হলে ঠাকুমা শর্মিলা বলেন, ‘ছবিটি একবারেই ভালো নয়। যদিও ছবিতে ইব্রাহিমকে দেখতে খুব সুন্দর লেগেছে। ও ভালো কাজ করার চেষ্টাও করেছে। কিন্তু তা সত্ত্বেও বলব ছবিটা ভালো হতে পারত। কিন্তু হয়নি।’ নাতির ছবি নিয়ে তাকে স্পষ্টতই বিরক্ত দেখিয়েছে। পাশাপাশি নাতনি সারার রূপোলি পর্দায় কাজ নিয়েও মন্তব্য করেন শর্মিলা। তার মতে, ‘সারা ইতোমধ্যেই ভালো কাজ করছে। ও ভালো অভিনেত্রী। ওর ভালো কাজ করার সম্ভবনাও রয়েছে। নিজের কাজ ও পরিশ্রমের দ্বারা সারা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে।’

আরও পড়ুন

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ইব্রাহিমকে সমালোচক নেটিজেনদের কটাক্ষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ফুফু সোহা আলি খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনার নিন্দা জানিয়েছিলন। ভাইপোকে ‘শুধুমাত্র কাজে মন দেওয়ার’ পরামর্শ দিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সঙ্গে বেড়াতে গিয়ে রিসোর্টে লেকে ডুবে ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোদিন মোল্লা নিহতের ঘটনায় মামলা দায়ের

রংপুরের কাউনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি

ওয়ালটনের পণ্য কিনে ক্যাশ ভাউচার বুঝে পেলেন বিজয়ীরা

তিন দেশ থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

ঝড়ে বিধ্বস্ত ভূমিহীনের ঘর খোলা আকাশের নিচে বাস