ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত, চালক-হেলপার আটক

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত, চালক-হেলপার আটক

নিউজ ডেস্ক:  কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৭৩) নামে এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী একই এলাকার মৃত মফেজ মণ্ডলের ছেলে ও স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।


পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুনবী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকচালক ও হেলপার আটক করে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং চালক ও হেলপারকে হেফাজতে নেয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকিয়ে চালক ও তার সহযোগিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

এসআই নুরুনবী বলেন, উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগিকে মারধর করেছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা পুলিশের হেফাজতে আছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলের হামলা : নিহত ৪০

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন হামলা, নিহত অন্তত

৩ কার্যদিবসের মধ্যে জকসুর রোডম্যাপ চায় জবি বৈষম্যবিরোধী আন্দোলন

ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে