ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

দিনাজপুর প্রাইভেটকারে ৩০১ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

দিনাজপুর প্রাইভেটকারে ৩০১ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক। প্রতীকী ছবি

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ৩০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার রাত সোয়া ৮টায় দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা লিলির মোড়ে স্থানীয়দের সহযোগিতায় একটি প্রাইভেট কারসহ ওই দুইজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।

আটক দুইজন হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর শালবন মন্ডলপাড়া এলাকার কমিরুদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০) এবং চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেরাই গ্রামের আব্দুর নুরের ছেলে প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম (২৬)। এ ঘটনায় পলাতক রয়েছেন অপর একজন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গত শনিবার বিকেলে ১৫০ বোতল ফেনসিডিলসহ বিরল উপজেলার কালিতলা থেকে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই নারীর দেওয়া তথ্য অনুযায়ী গত রোববার রাতে এই ৩০১ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। ভারতীয় সীমান্ত এলাকা বিরল উপজেলায় ভান্ডারা বৈরাগীপাড়া থেকে প্রাইভেটকারযোগে এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল পার্বতীপুর আমবাড়ি এলাকায়।

আরও পড়ুন

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, শহরের লিলিরমোড় এলাকায় মাদকবহনকারী গাড়িটিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। পরে কতোয়ালী থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৩০১ বোতল ফেনসিডিলনসহ প্রাইভেট কারটিকে থানায় নিয়ে আসে। আটক একজনের বিরুদ্ধে ইতোপূর্বেও মাদকের মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল