ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি গ্রেপ্তার

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ১১ জনকে তার ভাইয়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।  

পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- প্রেমনন্দন দাস বুজা (১৯), রনব দাস (২৪), বিধান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) এবং দেবীচরণ (৩৬)।  

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। কড়া নিরাপত্তায় আজ (মঙ্গলবার) তাদের আদালতে হাজির করা হয়েছে। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। তাদের পুলিশ প্রহরায় কারাগারে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে ওই দিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় ২৯ নভেম্বর নগরের কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। একই ঘটনায় আলিফের ভাই খানে আলম বাদী হয়ে একটি বিস্ফোরক মামলা করেন কোতোয়ালি থানায়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে চলবে শাকিবের ‘বরবাদ’

গাজায় ইসরায়েলের হামলা : নিহত ৪০

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন হামলা, নিহত অন্তত

৩ কার্যদিবসের মধ্যে জকসুর রোডম্যাপ চায় জবি বৈষম্যবিরোধী আন্দোলন

ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা