ভিডিও বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : আনিসুজ্জামান চৌধুরী

সংগৃহীত,২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : আনিসুজ্জামান চৌধুরী

প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটতো। এলডিসি উত্তরণে কোনো বাধা নেই। নীতিমালার মধ্যে কাজ করা হবে এবং সম্ভাব্য সমস্যার প্রস্তুতি ও সমাধান করা হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. আনিসুজ্জামান বলেন, আমরা যে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা পাচ্ছি, ২০২৬ সালে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে না। ইতোমধ্যে অনেক দেশ আমাদের বলেছে, আমাদের জন্য জটিল একটা মার্কেট ইউরোপীয় ইউনিয়ন বলেই দিয়েছে ২০২৯ সাল পর্যন্ত সুবিধা দেবে। তাহলে আমরা কেন পিছিয়ে দেবো। অস্ট্রেলিয়া বলেছে গ্র্যাজুয়েশন করুক আর নাই করুক, সুবিধা যা আছে সেগুলো চলবে।

তিনি বলেন, ইউকে একই কথা বলেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা চীনে গেলেন, সেখানেও চীন বললো যে সুবিধা দিতে থাকবে। তাহলে যে জায়গায় আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, সেটি কিন্তু ইতোমধ্যে উত্তরণ হয়ে গেছে। এটা একটা বোঝার সমস্যা। আমাদের ‘প্লেন’ চলবে, ক্র্যাশ হওয়ার সম্ভাবনা তেমন নেই।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন ২০২৬ সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে পারব। এ জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আগে থেকে।

এ সময় ভিক্ষার মেন্টালিটি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিক্ষার মেন্টালিটি থেকে বের হতে হবে। আমরা এখন আর বিশ্ব দরবারে চাইবো না বরং দেবো।

আরও পড়ুন

ব্রিফিংয়ে এলডিসি উত্তরণে পুরো স্পিড নিয়ে এগোনোর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা চলছে। তার মধ্যে ভারত ও পাকিস্তান আছে। আর উত্তরবঙ্গে নেপালের জন্য ইকোনমিক জোনও তৈরি করা হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সঙ্গে বেড়াতে গিয়ে রিসোর্টে লেকে ডুবে ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোদিন মোল্লা নিহতের ঘটনায় মামলা দায়ের

রংপুরের কাউনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি

ওয়ালটনের পণ্য কিনে ক্যাশ ভাউচার বুঝে পেলেন বিজয়ীরা

তিন দেশ থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

ঝড়ে বিধ্বস্ত ভূমিহীনের ঘর খোলা আকাশের নিচে বাস