রঙ্গনের সর্বাধিক ভিউয়ের গান ইমরানের ‘এতো ভালোবাসি’
_original_1744729096.jpg)
অভি মঈনুদ্দীন ঃ রঙ্গন মিউজিক’র প্রতিষ্ঠার কয়েকবছর পর অর্থাৎ ২০২০ সালে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের কন্ঠে ‘এতো ভালোবাসি’ গানটি প্রকাশিত হয়। গানটি লেখা মোঃ জামাল হোসেনের। গানটির সুর সঙ্গীত এবং প্রোগ্রামিং ইমরানের নিজের। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এই গানে ইমরানের বিপরীতে মডেল হয়ে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
গানটি এখন পর্যন্ত তিন কোটি ষাট লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। আশা করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই ইমরানের গাওয়া এই গানটি চার কোটির ঘরে পৌঁছাবে।
ইমরান মাহমুদুল বলেন,‘ এই গানটি আমার খুউব পছন্দের একটি গান। জামাল ভাই অনেক আশা নিয়ে আমার উপর ভরসা করেই গানটির সুর সঙ্গীতের দায়িত্ব আমাকেই দিয়েছিলেন। আমিও মনের মতো করে সুর করেছিলাম। গানটি করার পর আমরা সবাই মিলেই কেয়া পায়েলকে নিয়ে গানটির মিউজিক ভিডিও করি। সৈকত রেজা ভাই অনেক শ্রম দিয়েছেন এই মিউজিক ভিডিওটি নির্মাণের জন্য। যার ফল তিনি পাচ্ছেন। শুধু তিনিই নন আমরা পুরো টিম, রঙ্গন মিউজিক-চ্যানেলও পাচ্ছে। সবচেয়ে বেশি ভালোলাগার বিষয় হলো যে রঙ্গন মিউজিক-চ্যানেলটির সর্বাধিক ভিউয়ের গান আমার এই এতো ভালোবাসি-গানটি। এটা আসলেই অনেক অনেক ভালোলাগার একটি বিষয়। আমি বিশেষভাবে কৃতজ্ঞ জামাল ভাইয়ের কাছে। কারণ তার লেখা এই গান আমার সুর সঙ্গীত ও কন্ঠে এতো জনপ্রিয়। ধন্যবাদ কেয়া পায়েলকে সেই সময় আমাদের সহযোগিতা করার জন্য। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সকল ভক্ত শ্রোতা দর্শককে, কারণ তাদের কারণেই এখনো নতুন নতুন গান করার অনুপ্রেরণা পাই।’
আরও পড়ুনএদিকে গেলো ঈদে ইমরানের গাওয়া যে গানটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেই গানটি হলো ‘জ¦ীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি। এছাড়াও ‘বরবাদ’ সিনেমার ‘মায়াবী’ গানটিও আলোচনায় ছিলো। শ্রোতাদের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে ইমরানের গাওয়া ‘বন্ধুগো শোনো’ গানটিও। বলা যায় এবারের ঈদে এই তিন গান নিয়ে দারুণ আলোচনায় ছিলেন ইমরান।
মন্তব্য করুন