জয়পুরহাটের আক্কেলপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলম সরদার (৬৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামে গত শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। শিশুটির মা গত রোববার রাতে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম সরদার শিশুটির বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। রোববার সকালে ঘটনাটি তার মাকে খুলে বলে ওই শিশু।
এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হয়। বিকেলে অভিযুক্ত আলম সরদার ও তার ভাই ইয়াকুব আলী দিনমজুরির কাজ শেষে তাদের বাড়িতে ফিরছিলেন। গ্রামে তারা প্রবেশ করলে স্থানীয় লোকজন আলম সরদারকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এরপর শিশুকে নিয়ে তার মা বাদি হয়ে থানায় অভিযুক্ত আলম সরদারের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর আলম সরদারকে গ্রেফতার দেখায় পুলিশ।
আরও পড়ুনআক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন