ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কেন্দ্রে অনিয়ম,ময়মনসিংহে সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার

ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ

নিউজ ডেস্ক:  এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা এই বহিষ্কার আদেশ দেন।

খবরের সত্যতা নিশ্চিত করে সাদিয়া ইসলাম সীমা বলেন, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গিয়েছে। এটি সংশ্লিষ্টদের সুস্পষ্ট দায়িত্বে অবহেলা। এছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার হয়েছে। তারা আগামী ৫ বছর কোন পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না।

 

আরও পড়ুন

বহিষ্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব মো. বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান।

ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্রের হল সুপার শিক্ষক সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এগুলো ধরা পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা