ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক নেতা শামীমকে হত্যাচেষ্টা পিস্তলসহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক নেতা শামীমকে হত্যাচেষ্টা পিস্তলসহ আটক ১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভাড়াটে সন্ত্রাসীদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ধরে গণপিটুনি দেন।

পুলিশ এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গত সোমবার রাত সোয়া ১০টায় বাংলা নববর্ষের দিন পাঁচবিবি সুপার মার্কেটের নিউ গার্মেন্টস নামে একটি দোকানের সামনে এ হামলা ও গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। পিস্তলসহ আটক রুবেল হোসেন (৩৪) ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন পাঁচবিবি সুপার মার্কেটের নিউ গার্মেন্টস নামে একটি দোকানের সামনে বসে ছিলেন। রাত সোয়া ১০টার দিকে দুটি মটরসাইকেলে চারজন অপরিচিত ব্যক্তি সেখানে আসেন। তারা ছাত্রদলের সাবেক নেতা শামীম হোসেনকে দেখতে পেয়ে তার ওপর হামলা করেন। শামীম হোসেন তাদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে দৌড়ে নিরাপদে চলে যান।

এসময় ৩-৪ রাউন্ড গুলির শব্দ হয়। সেখান থেকে অপরিচিত ছয় ব্যক্তি দুটি মটরসাইকেলে চড়ে দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যান। শামীম হোসেনের চিৎকার ও গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের  ধাওয়া করলে এক পর্যায়ে রেলগেট এলাকায় রাঁখি হোটেলের সামনে মটরসাইকেলে ধাক্কা লেগে তিন ব্যক্তি পড়ে যান। সেখানে তারা মটরসাইকেল ফেলে সটকে পড়েন।

খোঁজাখুঁজির পর লোকজন রেলগেট এলাকায় একজনকে পিস্তলসহ ধরে ফেলেন। উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যায়। রাতেই সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন বলেন, ‘পাঁচবিবি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সাবিকুন নাহার শিখার স্বামী শাহ কামালের বাড়ি ফরিদপুরে। সাবেকুন নাহার শিখা গত ২৭ রমজান পাঁচবিবি দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। বিক্ষুদ্ধ লোকজন আগের রাতে ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করায় ইফতার মাহফিল পন্ড হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেকুন নাহার শিখার স্বামী শাহ কামাল তার বাড়ি ফরিদপুর থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে আমাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে।’

এবিষয়ে পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে শামীমের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শামীম আমার ইফতার মাহফিল আয়োজনে হামলার পর লোকজনের কাছে জিরো হয়েছিলেন। এখন গুলির নাটক সাজিয়ে লোকজনের হিরো সাজাতে চাচ্ছেন।’

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, ছাত্রদলের সাবেক নেতা শামীমের ওপর হামলা হয়েছিল। বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ফরিদপুর বাসিন্দা। অভিযোগ দায়ের হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা