ওয়ালটনের পণ্য কিনে ক্যাশ ভাউচার বুঝে পেলেন বিজয়ীরা

দেশব্যাপী চলছে ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। ক্যাম্পেইনটির আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে সম্প্রতি এক লাখ টাকা করে ক্যাশ ভাউচারে পেয়েছেন উত্তরাঞ্চলের পাঁচজন ক্রেতা।
ওয়ালটনের পাঁচজন ক্রেতাকে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ক্যাশ ভাউচার বুঝিয়ে দেয়া হয়েছে। বগুড়ার মমইন এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে উপহার তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চলচ্চিত্র অভিনেতা আমিন খান।
ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে যারা লাখ টাকা ক্যাশ ভাউচার জিতেছেন তারা হলেন-কুড়িগ্রামের উলিপুর উপজেলার আশিকুর রহমান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আমজাদ হোসেন, নাটোরের বড়াইগ্রাম মেহেরা বেগম, রাজশাহীর চারঘাটের তৌহিদা খাতুন এবং জয়পুরহাটের আক্কেলপুরের উপজেলা থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম।
আরও পড়ুনক্যাশ ভাউচার বিতরণের সময় চিত্রনায়ক আমিন খান আমিন খান বলেন, বাংলাদেশে আমাদের এই ক্যাম্পেইনটি এখন রানিং আছে। ওয়ালটনের ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত পাবেন। ক্যাম্পেইনটি আজ থেকে শুরু হয়নি। এখন সিজন ২২ চলছে। আগে আমরা ২১টি সিজন পার করেছি।
এ পর্যন্ত আমি প্রায় ৪৫ জনের বেশি গ্রাহককে এই টাকা হ্যান্ডওভার করেছি আমি নিজে। ১০ লাখ না হলে ২০ লাখ টাকা। এক লাখ টাকা তো হরহামেশাই দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজালাল হোসেন লিমন, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মনিরুল হক মনা, চিফ ডিভিশনাল অফিসার জাহিদুল ইসলাম, কাজী আরিফ হোসেন, ওয়াহিদুল ইসলাম, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওবায়দুর রহমান, শাকিল হোসেন ও আবু নাসের প্রধান।
মন্তব্য করুন