ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

‘আমাকে ১৮ বছরের ক্রিকেট নাকি, ছয় মাস দিয়ে বিচার করবেন?’ 

‘আমাকে ১৮ বছরের ক্রিকেট নাকি, ছয় মাস দিয়ে বিচার করবেন?’ , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান সাকিব। আর বাংলাদেশেই অবসর নিতে চান ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার। বাংলাদেশের এক ইংরেজি দৈনিক পত্রিকাকে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। সেখানে নিজের ইচ্ছার কথাও জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনও সুযোগ হয়, তাহলে ১-২টি সিরিজ কিংবা আরও এক বছর খেলার পরিকল্পনা করবো। আমার সব থেকে বড় ইচ্ছে হলো, আমার দেশের হয়ে খেলা। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার বিষয়। তবে আমি মনে করি, আমার বাংলাদেশের হয়ে খেলাটা প্রাপ্য। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। আমিও বিশ্বাস করি যে আর এক বা দুই বছর আমি খেলতে পারব।’

এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার গণহত্যা চালাচ্ছিল, তখন কানাডায় পরিবারের সঙ্গে সাফারি পার্কে ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয় যা নিয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব। তখন বেশ খোশমেজাজে সময় কাটালেও বর্তমানে তা নিয়ে আফসোস হয় বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও, আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্বপরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সব সময় ক্রিকেটের দিকে ছিল। সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। আমাকে কখনও রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সব সময় বলা হয়েছে, “শুধু ক্রিকেট খেলো।” তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো রেখা বেগম

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে - সাবেক এমপি মোশারফ হোসেন

টাঙ্গাইলে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা