ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

গাইবান্ধায় কর্মরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু

গাইবান্ধায় কর্মরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়িত্বরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি।

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন পুলিশ সদস্য সাজু প্রধান। গতকাল মঙ্গলবার রাতে দায়িত্বরত অবস্থায় আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বগুড়া হাসপাতাল নেওয়ার পথেই মারা যান। পুলিশ সদস্য সাজু প্রধানের বাড়ি রংপুর জেলার পীরগাছা সদর উপজেলার তালুককৃষাণমাটেল গ্রামে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

আরও পড়ুন

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে দায়িত্ব পালনের সময় কনস্টেবল সাজু প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’ তিনি আরো বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাদের নির্দেশে সাজুর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। তার এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত। ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন সাজু প্রধান। সম্প্রতি তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যোগ দেন। সহকর্মীদের কাছে ছিলেন হাস্যজ্জন পুলিশ হিসেবে পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কবে, কারা মুখোমুখি

গাজায় নতুন করে শুরু হওয়া হামলায় আরও পাঁচ লাখ ফিলিস্তিন বাস্তুচ্যুত

সব সংস্কার সাংবিধানিকভাবে হওয়া উচিত : সালাহউদ্দিন আহমেদ

বগুড়ায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী, গ্রেফতার ১

নির্বাচনের আগে তিন শর্ত পূরণ হতে হবে : ডা. শফিকুর রহমান

ইতিহাস কখনো মোছা যায় না : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা