ক্লাব চাইলে তাকে বাদ দিতে পারে : আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্নাব্যুতেও আর্সেনালের সঙ্গে পেরে ওঠেনি তারা। ঘরের মাঠে ২-১ গোলের পরাজয়ে দুই লেগ মিলিয়ে তাদের ৫-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। রেকর্ড ১৫তম বারের চ্যাম্পিয়নদের এমন বিদায়ে নিজের ব্যর্থতা মেনে নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ক্লাব চাইলে তাকে বাদ দিতে পারে।
পুরো মৌসুমে এটি রিয়ালের ১২তম হার। গত মৌসুমে হেরেছিল মাত্র দুটি ম্যাচ। তাই ব্যর্থতার কথা স্বীকার করে আনচেলত্তি বলেছেন, ‘ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে। সেটা এই বছরেই হতে পারে। অথবা যখন আমার চুক্তি শেষ হবে তখন। আমার তাতে কোনও সমস্যা নেই। যখন ক্লাব থেকে বিদায় নেবো তখন ক্লাবকে আমি শুধু ধন্যবাদই জানাবো।’ কোচ বদলের সিদ্ধান্তটা যেকোনও সময় হলেও সমস্যা নেই-সেটা বোঝা গেছে আনচেলত্তির কথায়, ‘এটা হতে পারে আগামীকাল। কিংবা দশ দিন, মাস কিংবা এক বছরের মধ্যে। আমি তখন ক্লাবকে ধন্যবাদই দিতে পারবো। আমার চুক্তি থাকলো কি থাকলো না, সেটা নিয়ে মোটেও ভাবছি না।’
আরও পড়ুনচ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ হলেও আনচেলত্তি মনে করেন, তার দল এখনও লা লিগা, কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপের লড়াইয়ে আছে, ‘মানসিকতার কথা যদি বলেন, তাহলে দল সর্বস্ব নিংড়ে দিচ্ছে। তারপরেও আমরা সফল হচ্ছি না। সত্যি কথা হচ্ছে আর্সেনাল ভালোভাবেই ডিফেন্ড করেছে। জায়গা পেতে আমাদেরও কষ্ট হচ্ছিল। ইনটেনসিটির কথা যদি বলেন, তাতে আমরা ভালো ছিলাম। কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’
মন্তব্য করুন