ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

রাজধানীসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে  ঝড়ের পূর্বাভাস

রাজধানীসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে  ঝড়ের পূর্বাভাস, ছবি: সংগৃহীত।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এমন কী, আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া সংশোধিত আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসব জেলার নদীবন্দরে সতর্ক সংকেতও দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে দেশের ২৭ জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় নিরাপদ থাকতে বেশকিছু পরামর্শও দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় এসব পরামর্শ দেওয়া হয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থায় বজ্রপাতের সময় ১০টি বিষয়ের ওপর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

এগুলো হলো- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। জানালা-দরজা বন্ধ রাখুন। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন। নিরাপদ আশ্রয়ে থাকুন। গাছের নিচে আশ্রয় নেবেন না। কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্ল্যাগ খুলে দিন। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন। শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো বসে ছিল: আলী রীয়াজ

ডিএমপি’র চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা 

আসছে ব্যয়বহুল ৩ সিনেমা

দিল্লিতে চারতলা ভবন ধসে চারজন নিহত নিহত 

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ 

মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ