ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হবে চার নারী ক্রীড়াবিদ

প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হবে চার নারী ক্রীড়াবিদ

আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এই সফরে তার সঙ্গী হচ্ছেন দেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ—দুই ফুটবলার ও দুই ক্রিকেটার। রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের এমন অন্তর্ভুক্তি দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আজ বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চার নারী ক্রীড়াবিদ। কাতার সফরকে ঘিরে তারা ছিলেন দারুণ উচ্ছ্বসিত। আলোচনায় উঠে আসে সফরের প্রস্তুতি, সম্ভাব্য অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গর্ব।

জাতীয় নারী দলের এই ফুটবলার ও ক্রিকেটাররা জানিয়েছেন, তারা এ সফরকে শুধু রাষ্ট্রীয় সফর হিসেবেই দেখছেন না, বরং নারী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার এক দুর্লভ সুযোগ হিসেবেই নিচ্ছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, কাতার সফরে অংশ নেবেন বিভিন্ন খাতে কৃতিত্ব অর্জনকারী আরও বেশ কয়েকজন প্রতিনিধি। তবে দেশের নারী ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্বকারী এই চারজন খেলোয়াড়ের উপস্থিতি সফরটিকে বিশেষ মাত্রা দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্ট মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শ’ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা

বর্তমান সংবিধানের মধ্যমে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা সম্ভব নয় : আখতার হোসেন

 হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল আল নাসর

কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবিতে নিহত ১৪৮

জন্মদিনের উপহার নয়, ম্যাচ জয়ী উপহার চান সিমন্স

শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার