ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল, ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে একটি খালের ওপর নির্মিত সেতুর দুই পাশের রেলিং দীর্ঘদিন আগে ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দূর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন দ্রুত  সেতুটি সংস্কার বা নতুন করে নির্মানের দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার গোপালনগর-ডিগ্রীচর এলাকায় সেতুটির অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১৯৯৯ সালে সেতুটি নির্মান করা হয়। সেতুটি নির্মানের সময় সেতুর দুই পাশে রেলিং ছিল। প্রায় ১০ বছর আগে থেকে সেতুর দুই পাশের রেলিং ভাঙতে থাকে। বর্তমানে প্রায় সবগুলো রেলিং ভেঙে পড়েছে। সেই সঙ্গে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতুটির দৈর্ঘ্য ৫০ ফুট ও প্রস্থ ৮ ফুট। সরু সেতুর উপর দিয়ে পাশাপাশি দুটি অটোরিকশা চলাচল করাও ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের হালকা যানবাহন নিয়ে চলাচল করে। রেলিং ভেঙে পড়ায় দিনের বেলায় সেতুর উপর দিয়ে চলাচল করা গেলেও রাতের বেলায় অন্ধকারে চলাচল খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। এ কারণে ওই সেতুর উপর দিয়ে এলাকাবাসির চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে। এমনিতেই সেতুটি খুবই সরু। তারপরও রেলিং ভেঙে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে অটোরিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল ও হেঁটে চলাচল করছেন। এই সেতুর উপর দিয়ে চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্ক মানুষ।  
উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, গ্রামীন জনপদের এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় হাট বাজারে কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চলাচল করে। সেতুর রেলিংগুলো মেরামত করার জন্য অনেক বার উপজেলা পরিষদের মাসিক সভায় উপস্থাপন করা হয়েছে। কিন্ত আজ পর্যন্ত কোন কাজই হচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, আগামী অর্থবছরে সেতুটি নতুন করে নির্মান কিংবা রেলিং মেরামতের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি’র তৃতীয় সাধারণ সভা সম্পর্কে যা জানা গেলো 

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী এলডিপিতে যোগ দিলেন

আজ সারাদেশে কারিগরি ছাত্র আন্দোলনের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি

১৫ বছর ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো বসে ছিল: আলী রীয়াজ

ডিএমপি’র চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা 

আসছে ব্যয়বহুল ৩ সিনেমা