ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা

সংগৃহিত,ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা

আজ শুক্রবার, ছুটির দিন। স্কুল-কলেজ, ব্যাংক-বিমাসহ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ। সড়কে যানবাহনের সংখ্যা কম।

তারপরও বায়ুদূষণ তালিকায় শীর্ষ তিনে রাজধানী ঢাকা। আর এক নম্বরে রয়েছে সেনেগালের ডাকার। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণ তালিকায় শীর্ষে থাকা ডাকারের স্কোর ২৭৫ অর্থাৎ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।

আরও পড়ুন

দূষণবিরোধী অভিযান সারা বছর চালাতে হবে
তৃতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ১৬০ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এখানকার বাতাস। এরপরে রয়েছে ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল ব্যাট করার সময় দেখবে রানা কত জোরে বল করে : শান্ত

মেয়ের প্রেম নিয়ে যা বললেন কাজল

ইতালিতে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

সম্প্রচার সত্ত্ব বিক্রি নিয়ে যা বললেন বিসিবি প্রেসিডেন্ট 

হাসপাতালে সৃজিত মুখার্জি

গাজায় যুদ্ধ বন্ধে একটি পূর্ণাঙ্গ চুক্তি চায় হামাস