ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক উল্টে দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক উল্টে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৮টার দিকে রডবাহী ওই যানটি মহাসড়ক হতে সরিয়ে নিলেও সকাল ৯টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। দীর্ঘক্ষণ যানজটের কারণে ওই মহাসড়কে এখনো যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজট রয়েছে। 

জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা ব্রিজের ঢালে জামালদী এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে যায়। দুর্ঘটনাকবলিত রডবাহী ট্রাকটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে ট্রাক সরিয়ে নেওয়ার পরও যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে গাড়ি চালানোয় যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, এক‌টি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে ছি‌টিয়ে যায়। ফলে ঢাকগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার শিকার করেছে মা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা 

‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজন নিয়ে আসছেন অমি

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম

ভাইরাল সেই ছবি নিয়ে যা জানালেন আবদুল হান্নান মাসউদ