ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জাভেদ

অভিনেতা ইলিয়াস জাভেদ।

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত। বুধবার দুপুরে নেওয়া হয়েছিল হাসপাতালে। এখন অনেকটা সুস্থ। জাভেদকে ইতোমধ্যে হাসপাতাল থেকে বাসাতেও নেয়া হয়েছে।

 

নৃত্য পরিচালক ইউসুফ খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘উনার (জাভেদ) শরীর হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে বুধবার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার নানারকম পরীক্ষানিরীক্ষা হয়েছে। চিকিৎসায় অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বুধবারই তাকে বাসায় নেওয়া হয়েছে।’

চিকিৎসক জাভেদকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। জানা গেছে, ক্যানসার আক্রান্ত অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই ঠিকঠাক ভাবে সুস্থ হতে পারছেন না তিনি। বর্তমানে উত্তরাতে স্ত্রী ডলি জাভেদকে নিয়ে দিন কাটে তার।

আরও পড়ুন

১৯৪৪ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ।  পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিল তার। এ নিয়ে ধর্মপরায়ণ বাবার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে তার। এক পর্যায়ে পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন জাভেদ। ১৯৬৬ সালে উর্দু সিনেমা ‘পায়েল’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জাভেদ ইলিয়াসের। ৮০ দশকে জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে অন্যতম তিনি।  এছাড়াও নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসাবে সুখ্যাতি রয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার শিকার করেছে মা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা 

‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজন নিয়ে আসছেন অমি

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম

ভাইরাল সেই ছবি নিয়ে যা জানালেন আবদুল হান্নান মাসউদ